দুর্গাপূজায় তিনদিন ছুটির দাবিতে শ্রীমঙ্গলে স্মারকলিপি প্রদান

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই পূজায় তিনদিনের সরকারি ছুটির দাবি জানিয়ে মৌলভীবাজারে মানববন্ধন ও পদযাত্রা শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের কাছে  প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল জগন্নাথ দেবের আখড়া হতে পদযাত্রা করে শহরের চৌমুহনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি বিকাশ রঞ্জন দেব, মাস্টার পাড়া পূজা সংসদের সম্পাদক ফনি ভূষণ রায় চৌধুরী, টিএসএস এর সম্পাদক সৌরভ আদিত্য সবুজবাগ যুব দুর্গাপূজা সংসদের সম্পাদক লিটন ধাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশীদ্রোন ইউনিয়নের সম্পাদক রাজিব শর্মা, সাংস্কৃতিক কর্মী কৌশিক ভট্রাচার্য, বৈদিক সেবা সংস্থার মুখপাত্র অপিক দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সুমন দাশ, পরম যুব সংঘের সাধারণ সম্পাদক দিগ্বি জয় রায় আকাশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //