ভুনবীরে আ. লীগ, মির্জাপুরে বিএনপির জয়

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুর রশিদ (নৌকা) এবং মির্জাপুর ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী মো. সুফি মিয়া (ধানের শীষ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল নয়টা থেকে দুই ইউনিয়নের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত।

ভুনবীর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুর রশিদ ছয় হাজার ৪৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. কাওছার আহমেদ (অটোরিকশা) পেয়েছেন তিন হাজার ১৫৪ ভোট।

অন্যদিকে ১ নম্বর মির্জাপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মো. সুফি মিয়া ছয় হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অপূর্ব চন্দ্র দেব পেয়েছেন ছয় হাজার ৪৬৬ ভোট।

ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান মো. চেরাগ আলী ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সুফিয়ান চৌধুরীর মৃত্যুতে পদগুলো শূন্য হয়। এতে ভুনবীর ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজন ও মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভুনবীর ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২৫ হাজার ৬৪৮ জন। আর মির্জাপুর ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২০ হাজার ৫৪৯ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //