চাঁদপুরে ইলিশসহ ১৮ জেলে আটক

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ১৮ জেলেকে আটক করেছে হরিণা ঘাট নৌ-ফাঁড়ির পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) ভোরে নৌ-পুলিশ ফাঁড়ির নবাগত ভারপ্রাপ্ত ইনচার্জ তরিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় আটক জেলেদের ৩টি ইঞ্জিনচালিত নৌকা এবং দেড় শ' কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

দুপুরে জব্দকৃত ইলিশ এতিমখানায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া আটক জেলেদের চাঁদপুর সদর মডেল থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

হরিণা ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির নবাগত ভারপ্রাপ্ত ইনচার্জ তরিকুল ইসলাম জানান, সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অভিযান সফল করতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে বিরামহীন অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন। তারই অংশ হিসেবে বুধবার ভোরে মেঘনা নদীর হরিণা ফেরীঘাট থেকে দোকানঘর পর্যন্ত অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনকালে ১৮ জেলেকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটক জেলেদের জিজ্ঞাসাবাদে কোনো অসাধু আড়ৎদার-দাদনদারের নাম পেলে তাদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বরাবরের মতো আটক জেলেদের ছাড়িয়ে নিতে তাদের স্বজনরা হরিণা ঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে অবস্থান করতে দেখা যায়। এসময় অত্যন্ত বিচক্ষণতার সাথে ভারপ্রাপ্ত ইনচার্জ তরিকুল ইসলাম তাদের উদ্দেশ্যে বলেন, সরকারের আইন বাস্তবায়নই হলো আমাদের দায়িত্ব। সুতরাং প্রশাসনের কাজে বাঁধা না দিয়ে সচেতন নাগরীক হিসেবে আপনাদেরও দায়িত্ব হলো প্রশাসনকে সহযোগিতা করা। অপরাধি শাস্তি না পেলে তারা অন্যায় কাজে উৎসাহ পাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //