নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৬:০৭ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২০, ০৬:১২ পিএম
বরের বয়স ১০৫ এবং কনের ৮০ বয়স। ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহর ধার্য করে বুধবার রাতে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের পুকুর ডাঙ্গাপাড়া গ্রামে বেশ ধুমধাম করেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
বিয়ে পড়ানোর আগে দেন মোহর নগদ ৬৫০ টাকা পরিশোধ করে বিয়ের পিঁড়িতে বসেন শতবর্ষী বর ও কনে। বর মৃত ঈমান আলীর ছেলে ১০৫ বছর বয়সী আহাদ আলী মন্ডল ওরফে আদি এবং কনে একই গ্রামের সোনা মিয়ার মেয়ে ৮০ বছরের আমেনা বেগম।
বিয়ে সম্পন্ন হওয়ার পর শতবর্ষি বর-কনে একে অপরের হাত ধরে হাসি মাখা মুখে দীর্ঘসময় বসে ছিলেন বিয়ের পিঁড়িতে। এসময় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সব বয়সী নারী-পুরুষ ওই মুহূর্তটা আনন্দের সাথে উপভোগ করেন। বেশ আনন্দ করেন তারা। শতবর্ষী এই নব দম্পতিদের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিষ্টি বিতরণ করেন তারা।
স্থানীয়রা জানায়, শতবর্ষী বর আহাদ আলী মন্ডল ওরফে আদির প্রথম স্ত্রী গত হয়েছেন কয়েক বছর আগে। চার পুত্র ও তিন মেয়েসহ নাতি-নাতনি রয়েছে। কনে আমেনা বেগমও বিধবা।
এদিকে শতবর্ষী বর-কনের বিয়ের খবর এলাকায় এখন সবার মুখে মুখে ফিরছে। প্রতিবেশীদের কেউ কেউ খবরটি বেশ মজা করেই উপস্থাপন করছেন। আবার কেউ কেউ নিন্দুকের সুরে প্রচার করছেন। তবে এসব কানে নিচ্ছেন না শতবর্ষী আহাদ আলী মন্ডল ওরফে আদি।
শতবর্ষী বর আহাদ আলী মন্ডল ওরফে আদি জানান, তার চার ছেলে ও তিন মেয়ে থাকলেও স্ত্রী না থাকায় বৃদ্ধ বয়সে একাকীত্ব কাটছিলনা। এই নিঃসঙ্গতা কাটাতে তিনি তারই প্রতিবেশী অমলো বেগমকে বিয়ে করেছেন। তিনি তাদের জন্য দোয়া কামনা করেন।
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী | ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh