মাগুরায় আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ১০

মাগুরার সদর উপজেলায় আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ কর্মী আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে হোসেন মন্ডল (৭০) ও বাকিয়ার রহমান (২৫) নামে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত হোসেন মন্ডলের ভাই ছালাম মন্ডল জানান, রাজনৈতিক আধিপত্য নিয়ে স্থানীয় রাঘবদাইড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিন মন্ডল ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিক বিশ্বাসের সমর্থকদের বিরোধ চলছিল। বুধবার এ ইউনিয়নের ধনপাড়া বিলের ফসলী জমির পানি নিষ্কাশনের জন্য বাধ কাটাকে কেন্দ্র করে ওই দুদলের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার সকালে আশিক বিশ্বাসের সমর্থকরা আমিন মন্ডলের সমর্থকদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় হোসেন মন্ডল (৭০), সুরোত মন্ডল (৫৫) ও বাকিয়ার রহমানসহ (২৫) কমপক্ষে ১০জন আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে হোসেন মন্ডল ও বাকিয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘাত এড়াতে সেখানে পুলিশ মোতায়েন আছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //