ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কারের অভাবে কবরস্থানে লাশ দাফন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর কবরস্থানে লাশ দাফন বন্ধ রয়েছে প্রায় ছয় মাস ধরে। 

কবরস্থানটির সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে গতকাল শনিবার শহরের বিশিষ্ট নাগরিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় শেরপুর কবরস্থান মাজার কমপ্লেক্সে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

সভায় কবরস্থান কমপ্লেক্সের সভাপতি মো. ইয়াছিন জানান, মীর শাহাবুদ্দিন (র.) ওয়াকফ এস্টেটের আওতাধীন এই কবরস্থানটির জায়গার পরিমাণ প্রায় ৫২ শতক। মাজার, মসজিদ ও মাদ্রাসা-সংলগ্ন শহর বাইপাস সড়কের পাশের কবরস্থান হওয়ায় এখানে দাফনের চাপ থাকে। প্রতিদিনই পাঁচ-ছয়টি লাশ আসে। কবরস্থানটি সম্প্রসারণে আশপাশে আরো ৬২ শতক জায়গা কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে কয়েক কোটি টাকার প্রয়োজন।

কবরস্থান সম্প্রসারণে অর্থের সংস্থানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান অতিথি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

শেরপুর কবরস্থান মাজার কমপ্লেক্সের সভাপতি তাজ মো. ইয়াছিনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. আজিজুল হক, পৌরসভার প্যানেল মেয়র মুরাদ খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম ভূইয়া, বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান আবু সায়ীদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ওসমান গনি, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

এ সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে অনেকে সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ প্রদান করেন ও অনেকে পরে দেয়ার প্রতিশ্রুতি দেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //