নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বিক্ষোভ

পিরোজপুরে শাকসবজি, চাল-ডাল-তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মানববন্ধন

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পিরোজপুর শহরের টাউনক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা ছাত্র ইউনিয়ন।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, দেশে যে হারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, তা গরীব-মেহনতি মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। সরকার অবিলম্বে অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে না পারলে অনেক গরীব-অসহায় মানুষ না খেয়ে মারা যাবে।

বর্তমান বাজারের খাদ্যদ্রব্যের‌ মূল্যবৃদ্ধির কারণে অনেক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বেহাল। তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যের দাম নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্র সংগঠনটির নেতারা।

মানববন্ধনে আরো বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্বাস তালুকদার, দফতর সম্পাদক আবির হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক নাজমিন তুলি, সদর শাখার সাংস্কৃতিক সম্পাদক এস আই রানাসহ আরো অনেকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //