খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

কেডিএর বৈষয়িক কর্মকর্তা এম এ কে সাদ জানান, নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল-সংলগ্ন এম এ বারী সড়কের ১৬ দশমিক ৩২ কাঠার কেডিএর প্লটটি আইইবিকে (প্রকৌশলী সংস্থা) বরাদ্দ দেয়া হয়। কিন্তু স্থানীয় সন্ত্রাসীরা সেটি অবৈধভাবে দখল করে রাখে। ওই প্লটে সড়ক পরিবহন শ্রমিক লীগের খুলনা মহানগর শাখার অফিসের সাইনবোর্ড লাগিয়ে অবৈধ দখল করা হয়।

কেডিএর অভিযানে বুলডোজার দিয়ে ওই প্লটের সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। পরে একই এলাকার মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পার্শ্ববর্তী অপর একটি প্লটের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে প্লটটি দখলমুক্ত করা হয়।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জ্যেষ্ঠ বৈষয়িক কর্মকর্তা শামীম জেহাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর দাস ও বৈষয়িক কর্মকর্তা এম এ কে সাদ এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //