মৌলভীবাজারে ২২টি পাখি ও মেছোবাঘ উদ্ধার

মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২টি বিভিন্ন প্রজাতির পাখি ও একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

সদর উপজেলার কনকপুর ও নাজিরাবাদ এলাকা থেকে ২২টি পাখি ও মেছোবাঘটি উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই পাখিগুলোকে অবমুক্ত করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও শরিফুল। 

তিনি আরো জানান, মেছোবাঘটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার করা পাখির মধ্যে রয়েছে- ডাহুক, বক, কানিবক, শালিক ও ঘুঘু। মেছোবাঘটি বন্যপ্রাণী বিভাগ প্রয়োজনীয় চিকিৎসা শেষে বনে অবমুক্ত করবে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, মেছোবাঘটি অসুস্থ। ফাঁদে আটকের সময় সেটি অসুস্থ হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এটির পরিচর্যা ও চিকিৎসা চলছে। সুস্থ হলে বনে ছেড়ে দেয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //