নওগাঁয় মোট শনাক্ত ১৩৬৪

বেশ কিছুদিন পর নওগাঁয় নতুন করে ১৪ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৩৬৪ জন।

জেলার সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নওগাঁ সদর উপজেলার আটজন, বদলগাছি উপজেলার তিনজন এবং মহাদেবপুর, পত্নীতলা ও ধামইরহাট উপজেলার একজন করে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৬৪।

সূত্রমতে, জেলায় নতুন করে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ৩৫ ব্যক্তিকে। তাদের মধ্যে সদর উপজেলার ৩২ জন এবং মহাদেবপুর উপজেলার তিনজন। এ নিয়ে সর্বমোট কোয়ারেন্টিনে নেয়া ব্যক্তির সংখ্যা ১৬ হাজার ৫৮৬।

নতুন করে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন নয়জন এবং এ পর্যন্ত মোট ছাড়পত্র পাওয়া ব্যক্তির সংখ্যা ১৬ হাজার ৩০৯ জন। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ২৭৭ জন।

নতুন করে একজন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ২৯২ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //