বরিশালে আইনজীবীর চেম্বার থেকে ফেনসিডিল উদ্ধার

বরিশালে আইনজীবীর চেম্বার থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে ডিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন আইনজীবী আলম রশিদ লিখন ও তার সহযোগীরা।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে নগর ডিবির এসআই সুজিৎ গোমস্তার নেতৃত্বে বরিশাল আদালত চত্বরে অবস্থিত আইনজীবী লিখনের চেম্বারে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, দীর্ঘদিন যাবত নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে আদালতের বিপরীতে আইনজীবী আলম রশিদ লিখন ও বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ নেতা তোতা মিয়ার ছেলে মাসুম খান বুলেট মাদক বাণিজ্য চালিয়ে আসছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, অভিযানের সময় মাদক ব্যবসায়ী মাসুম খান বুলেট উপস্থিত থাকলেও তাকে আটক করেনি পুলিশ। কৌশলে ডিবির চোখে ধুলা দিয়া পালিয়ে যায় সে।

এর আগে গত কয়েকমাস আগে বেনাপোলে মাদকের চালান আনতে গিয়ে আটক হয় বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ শিক্ষক সুমন। সেই সময় কৌশলে পালিয়ে আসে আইনজীবী লিখন ও মাসুম খান বুলেট।

সেই মামলার আসামি হয়েও বীরদর্পে বরিশাল নগরীতে মাদক বাণিজ্য চালিয়ে আসছে লিখন ও বুলেট।

মাদক উদ্ধার অভিযানের বিষয় নগর গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) নরেশ কর্মকার বলেন, আমরা এক আইনজীবীর অফিসে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছি। তবে কাউকে আটক করতে পারিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //