বেনাপোলে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি

ব্লিচিং পাউডার ঘোষণা দিয়ে ভারত থেকে আমদানিকৃত পণ্যের সাথে কফি, দানাদার ও পাউডার জাতীয় পণ্য আনার অভিযোগে ভারতীয় একটি ট্রাক আটক করেছে যশোরের বেনাপোল কাস্টমস। 

গতকাল রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পরে বেনাপোল স্থলবন্দরের ৩২নং শেডের সামনে থেকে ভারতীয় এ ট্রাকটি আটক করা হয়। 

আটক পণ্যের আমদানিকারক হলেন এমএসরিড এন্টারপ্রাইজ এবং সিএন্ডএফ রিয়াঙ্কা ইন্টারন্যাশনাল। 

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার কল্যাণ মিত্র চাকমা জানান, গোপন  সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরের সামনে থেকে WB25 B7133 নং ভারতীয় একটি ট্রাক আটক করা হয়। পরে ওই ট্রাকটি বেনাপোল কাস্টমস হাউসে আনা হয় ও ট্রাকটি তল্লাশি করে ভারত থেকে আমদানি করা ব্লিচিং পাউডারের সাথে মিথ্যা ঘোষণার কফি, দানাদার ও পাউডার জাতীয় পণ্য পাওয়া যায়। 

এগুলো কি ধরনের পণ্য পরীক্ষা ছাড়া বলা সম্ভব না বলেও তিনি জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //