লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ১১:৪৬ এএম
লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের বিরুদ্ধে অনাস্থা এনেছেন উপজেলার ইউনিয়ন পরিষদের আট চেয়ারম্যান।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ওই চেয়ারম্যানরা নয়টি অভিযোগ এনে এই অনাস্থা প্রস্তাব জেলা প্রশাসক আবু জাফরের কাছে জমা দেন।
অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন- দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামাণিক, ভেলাবাড়ি ইউনিয়নের মোহাম্মদ আলী, কমলাবাড়ির আলাউদ্দিন আলাল, সাপ্টিবাড়ির অনন্ত কুমার রায়, সারপুকুরের আজিজুল ইসলাম প্রধান, মহিষখোচার মোসাদ্দেক হোসেন চৌধুরী, ভাদাইয়ের রোকুনুজ্জামান রোকন ও পলাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী।
অনাস্থা প্রস্তাবে বলা হয়, আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ফারুক ইমরুল কায়েস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ, গালাগাল ও নানা ধরণের দুর্নীতি করে আসছেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্প (এডিপি) বাস্তবায়নের ক্ষেত্রে সিংহভাগ অংশের প্রকল্প নিজে করার দাবি করেন ও নিজের খেয়াল খুশিমতো প্রকল্প তৈরি করে পছন্দের ঠিকাদারদের মাধ্যমে নিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করে আসছেন। এছাড়াও কাজ শেষ হওয়ার আগেই বিল দাবি করেন। তিনি কমিটির সদস্যদের মতামতের কোনো তোয়াক্কা করেন না।
এতে আরো অভিযোগ করা হয়, মাসিক সভা চলাকালীন সময়ে তিনি উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় অনেককে গালাগাল ও অশোভন আচরণ করেন। ভিজিডি বা মাতৃত্বকালীন ভাতা প্রদানের ক্ষেত্রেও তিনি নীতিমালা অনুসরণ না করে সিংহভাগ অংশ দাবি করেন। গত বছরে ৪০টি ভাতা চেয়ারম্যানের একক সিদ্ধান্তে বাস্তবায়িত হয়েছে। এসব কারণে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মধ্যে ত্রিমুখী মনোমালিন্যের সৃষ্টি হয় ও সরকারি কাজে বাধার সৃষ্টি হয়।
এছাড়াও পরিষদের সভায় নিয়মিত অংশ না নেয়া, বিকেল বেলা অফিসে আসা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মোবাইল ফোনে গালিগালাজসহ হুমকি দেয়ার অভিযোগ করা হয়েছে।
লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, ইউনিয়ন চেয়ারম্যানদের অনাস্থা প্রস্তাবকৃত কাগজটি পেয়েছি। প্রস্তাবকৃত অনাস্থার অবশ্যই গুরুত্ব দিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ প্রসঙ্গে আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সাংবাদিকদের জানান, অনাস্থা প্রস্তাবের বিষয়ে তিনি কিছু জানেন না।
গত ১৩ নভেম্বর ফারুকের বিরুদ্ধে আদিতমারীর ইউএনওসহ ১৮ কর্মকর্তা নানা অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে ‘প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য’ লিখিত আবেদন করেন। এর প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি গত সোমবার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
একইদিনে ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিনের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ফারুক। এ ঘটনায় উভয়পক্ষ আদিতমারী থানায় পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি করেছেন।
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী | ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh