কুষ্টিয়ায় ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ

কুষ্টিয়ার ভেড়ামারায় রেল স্টেশন থেকে ১ লাখ ৪০ হাজার ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল-২।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার ভেড়ামারা রেল স্টেশন থেকে এ পূন:ব্যবহৃত ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দে করে কাস্টমস কর্মকর্তার।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা রেল স্টেশনে অভিযান পরিচালনা করে কাস্টমস ও ভ্যাট কর্মকর্তারা। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে রেল যোগে দেশের বিভিন্ন অঞ্চলে এসব বিড়ি পরিবহন করা হচ্ছিল বলে তাঁরা জানান।

এসময় প্রায় ১ লাখ ৮০০ টাকা মূল্যের ব্যান্ডরোল যুক্ত ১ লাখ শলাকা সেতু বিড়ি ও ৪০ হাজার শলাকা আশিক বিড়ি জব্দ করা হয়। যার রাজস্ব ৪৫ হাজার ৩৬০ টাকা। মালিক বিহীন অবস্থায় থাকায় এসময় কাউকে আটক করতে পারেনি কাস্টমস।

পরবর্তীতে জব্দকৃত বিড়িগুলো ভেড়ামারা সার্কেল দপ্তরে নিয়ে যাওয়া হয়। উক্ত আটককৃত বিড়ি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বরে জানিয়েছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল-২ সূত্রে জানা গেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //