মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৯:১১ পিএম
মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে নদী খননের নামে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু বিক্রির রমরমা বাণিজ্য। নদী খননকাজ সাময়িকভাবে বন্ধ থাকলেও বন্ধ হয়নি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন।
সরেজমিনে দেখা যায়, ধলেশ্বরী নদীর জাগীর ইউনিয়নে গারাকুল এলাকায় একাধিক স্যালো মেশিন দিয়ে তৈরি করা অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। কৃষ্ণপুর ইউনিয়নের মকিমপুর এবং জান্নাকান্দি খেয়াখাটের পশ্চিম পাশে এসব অবৈধ ড্রেজার বসিয়ে বালু তুলে বাড়ি বাড়ি বিক্রি করছে ড্রেজার ব্যবসায়ীরা।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, নদী খননের নাম করে এলাকার কিছু বালু ব্যবসায়ী জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে নিজেদের ইচ্ছেমতো ড্রেজার বসিয়ে রাত-দিন বালু উত্তোলন করছে। এতে নদীপারের ফসলি জমি, বসতবাড়ি হুমকির মধ্যে রয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, কয়েক দিন ধরে আমরা অবৈধ ড্রেজার বন্ধে অভিযান পরিচালনা করেছি। গতকাল রাতেও কিছু ড্রেজার ভেঙে দেয়া হয়েছে। এখনো যদি কোনো ড্রেজার চলমান থাকে, আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী | ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh