যশোরে অ্যান্টিজেন পরীক্ষা শুরু

যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার কাজ শুরু হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিন তিনজনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। যার মধ্যে তিনজনেরই নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় জানান, যশোর থেকে একজন চিকিৎসক, একজন টেকনিশিয়ান ও একজন আইটি স্পেশালিষ্ট ঢাকা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। প্রশিক্ষণ শেষে তারা যশোরে আসার সময় ১ হাজার কিট নিয়ে এসেছেন। ওই কিট দিয়ে পরীক্ষার কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে এগুলো আরো আসবে বলে তিনি জানান।

তিনি আরো জানান, এই টেস্টটি সকলের জন্যে নয়। রেজিস্টার্ড চিকিৎসকরা যাকে প্রেসক্রাইব করবেন, শুধুমাত্র তাদেরই পরীক্ষা করা হবে।

এদিকে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ভৌগোলিক কারণে যশোরে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি। তাছাড়া যশোরে রয়েছে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর, বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশন। ফলে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করোনা রোগী শনাক্ত ও চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা করবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //