৩ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর মাদারীপুরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ফের শুরু হয়েছে। 

আজ রবিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে সকাল ৮টা থেকে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ম্যানেজার আব্দুল আলীম এ তথ‌্য নিশ্চিত করে জানান, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ভোর ৫টার দিকে নৌরুট ঝাপসা হয়ে আসে। ফলে দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। পদ্মায় দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ঘন কুয়াশার কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটেও ফেরি ও লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, আজ ভোর থেকেই পদ্মায় ঘন কুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে দৃষ্টিসীমা কমে আসায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে যায়। ফলে সকাল সোয়া ৭টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনারায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে কিছু সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে সিরিয়ালে আটকা পড়ে কয়েকশ যানবাহন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //