বিরোধ নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখছে লিগ্যাল এইড অফিস

শেরপুরের শ্রীবরদীতে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক (লিগ্যাল এইড) মতবিনিময় সভা ও প্রাতিষ্ঠানিক গণ-শুনানি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে শেরপুর জেলা ও শ্রীবরদী উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং ডেমোক্রেসি ওয়াচ শেরপুরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এবং শেরপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল মামুন।

তিনি বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে যাদের বার্ষিক গড় আয় ১ লক্ষ টাকার ঊর্ধ্বে নয় এমন ব্যক্তিসহ শিশু, মানব পাচারের শিকার ব্যক্তি, শারীরিক-মানসিক ও যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, অসচ্ছল বিধবাসহ অসহায় হত-দরিদ্ররা আইনি সহায়তা নিতে পারবেন। এছাড়া সর্বস্তরের জনগণ লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা গ্রহণ করতে পারবেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার জুলফিকার হোসাইন রনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ইউএসএআইডির প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) অ্যাকটিভিটির অর্থায়নে উপজেলা লিগ্যাল এইডের সদস্য অফিসারবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্য এবং সাংবাদিকদের উপস্থিতিতে উক্ত মতবিনিময় সভা ও গণ শুনানি অনুষ্ঠিত হয়।


সভায় স্বাগত বক্তব্যে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) এবং সদস্য সচিব, জেলালিগ্যাল এইড কমিটি, শেরপুর মো. জুলফিকার হোসাইন রনি জানান, বর্তমান সরকার অসহায় ও অসচ্ছল ব্যক্তিদের দ্রুততম সময়ে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ প্রণয়ন করেছেন। এই আইনের সুফল জনগণ পেতে শুরু করেছে। প্রথাগত সাংঘর্ষিক বিচার ব্যবস্থায় না গিয়ে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে জেলা লিগ্যাল এইড অফিস।

তিনি আরো জানান, বিগত ০১/০৪/২০১৯ থেকে ০৩/১২/২০২০ খ্রি. পর্যন্ত শেরপুর জেলা লিগ্যাল এইড অফিসে মামলার জন্য আবেদন এসছে ৫১৯টি, মামলা নিষ্পত্তি হয়েছে ১৯৭টি। পরামর্শ প্রদান করা হয়েছে ১২৭৬ জন কে। এডিআর এর আবেদন এসেছে ৪৫৫টি, এডিআর সফল হয়েছে ৩০৫টি, নথিজাত হয়েছে ৭৩টি। ৭৭ টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এডিআর এর ফলে মামলা নিষ্পত্তি হয়েছে ৪৫৩টি।

এছাড়া এডিআর এর মাধ্যমে মোট ২,৫২,২৫,০০০/- (দুই কোটি বায়ান্ন লক্ষ পঁচিশ হাজার) টাকা আদায় করে পক্ষ গণের মধ্যে বুঝিয়ে দেয়া হয়। উল্লেখিত সময়ে বিজ্ঞপ্যানেল আইনজীবীদের মামলা পরিচালনার ফি পরিশোধ করা হয় মোট ৫,৭০,২৫০/- (পাঁচ লক্ষ সত্তর হাজার দুইশত পঞ্চাশ) টাকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //