শিশুকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন

কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর এলাকার সাত বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে মো. ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেবুন্নাহার আয়েশা এ আদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ ইসলাম চকরিয়া উপজেলার করাইয়া ঘোনা এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ জানুয়ারি রামু উপজেলার রশিদ নগরে ঝাড়ু দেয়ার কথা বলে ওই শিশুকে মসজিদের ভেতরে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইসলাম। এ ঘটনায় একইদিন ভুক্তভোগী শিশুর বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে রামু থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ওই বছরের ২৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পাবলিক প্রসিকিউর সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান জানান, এ মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয় রাষ্ট্রপক্ষ। যার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আদেশ প্রাপ্তির ৩০দিনের মধ্যে অর্থ আদায় করা না হলে সমপরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করতে জেলা কালেক্টরকে (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //