বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নাটোরে মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর এর প্রতিবাদে নাটোর অঞ্চলের সকল রাষ্ট্রয়াত্ব ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের অংশ গ্রহণে মিছিল, মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নাটোর প্রেসক্লাবের সামানে এই মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তাগণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননায় তীব্র নিন্দা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এ সরকারের বিরুদ্ধ যে কোন ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গিকার ব্যক্ত করে।

সমাবেশে বক্তব্য রাখেন- জনতা ব্যাংক একাডেমি শাখার ম্যানেজার নিপেন্দ্রনাথ সরকার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ম্যানেজার খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম সাবেক কর্মকর্তা অগ্রণী ব্যাংক, ফেরদৌস রায়হান সহ-সভাপতি বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক, মঈনুল হক সভাপতি জেলা শ্রমিক লীগ, ড. এসএম সাজদার রহমান এজিএম জনতা ব্যাংক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ মোর্তুজা আলী বাবলু।

কর্মসূচি সঞ্চালনা ও পরিচালনা করেন আসাদুল ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম ও আ. রহিম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //