চিনিকল বন্ধের প্রতিবাদে রংপুরে আধাবেলা হরতাল

চিনিকল বন্ধের প্রতিবাদে রংপুরের শ্যামপুর সুগার মিলসের শ্রমিক ও আখচাষিরা আধাবেলা হরতাল পালন করেছেন। 

আজ বুধবার (২৩ ডিসেম্বর) আখমাড়াই মৌসুমে শ্যামপুর চিনিকলসহ বন্ধ ছয়টি চিনিকলে মাড়াই কার্যক্রম চালুর দাবিতে এই হরতাল পালন করে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন এবং আখচাষি কল্যাণ সমিতি।

সকালে সুগার মিলস্ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হলে রাস্তায় যেতে বাধা দেয় পুলিশ। এরপর ওই এলাকায় বিক্ষোভ মিছিল করে শ্রমিক-কর্মচারীরা।

ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এ হরতাল কর্মসূচির ডাক দেন তারা। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই চিনিকলগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে।

তারা বলেন, এর মাধ্যমে শ্যামপুর চিনিকলের ৮০০ শ্রমিক কর্মকর্তা-কর্মচারী, ১২ হাজার আখচাষিসহ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত প্রায় দুই লাখ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। 

এ সময় বক্তারা বলেন, ১৫টি চিনিকলের মধ্যে নয়টি চালু করলেও এখনো ছয়টি বন্ধ রয়েছে। তার মধ্যে শ্যামপুর চিনিকল একটি। অবিলম্বে এটি চালু করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবি আদায় না হলে ২৪ ডিসেম্বর থেকে রেলপথ, রাজপথ অবরোধসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //