ট্রাকের ভারে বেইলি ব্রিজ ভেঙে খালে

গাছের গুঁড়ি বোঝাই দুইটি ট্রাকের ভারে ভেঙে গেছে খাগড়াছড়ির দীঘিনালা-মেরুং সড়কের চৌমহনী এলাকায় থাকা বেইলি ব্রিজ। এ সময় আটজন আহত হয়েছে।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে দীঘিনালার বোয়ালখালি খালের উপর সেতুটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এতে দীঘিনালীর সাথে রাঙ্গামাটির লংগদুর যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সেতুটিতে পাঁচ টনের অধিক পরিবহন নিষিদ্ধ ছিলো।

এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব জানান, আজ সকাল ৯টার পরে বোয়ালখালি বেইলি ব্রিজের উপর দুই কাঠবোঝায় ট্রাক উঠে। ধারণ ক্ষমতার বেশি হওয়ায় সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে দীঘিনালার সাথে মেরুর ও লংগদু যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সেতু ভেঙে যাওয়ার দুর্ভোগে পড়েছে দুই উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ। এরফলে লংগদুর সাথে ঢাকা, চট্টগ্রাম ও খাগড়াছড়ির সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। 

দীঘিনালা সড়ক ও জনপদ বিভীগের কার্য সহকারী বীরভদ্র চাকমা জানান, মেতুতে ৫ টনের বেশি যান চলাচল নিষেধ। তারপরও অতিরিক্ত কাঠ বোঝা করা অন্তত ৫০ টন ওজনের দুইটি ট্রাক বেইলি ব্রিজে উঠে যায়। একারণে দুর্ঘটনা ঘটে। নতুন বিকল্প সেতু নির্মাণ করতে আরো একমাস সময় লাগতে পারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //