মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ চলছে

মানিকগঞ্জে পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয় এবং চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

এবারই প্রথম ২৫টি কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন মানিকগঞ্জ পৌরসভার ৫৫ হাজার ২০২ জন ভোটার।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পাশাপাশি র‌্যাব, বিজিপি ও আনসার সদস্যরাও মাঠে রযেছেন। 

পৌরসভা নির্বাচনে ২৫টি ভোট কেন্দ্রে ১৪৫টি ভোট কক্ষে ভোট গ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ১৪৫ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ২৯০ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করছেন।

জেলা নির্বাচন অফিস জানায়, মানিকগঞ্জ পৌরসভায় মোট ভোটারের মধ্যে ২৬ হাজার ৯৬৬ জন পুরুষ ও ২৮ হাজার ২৬৬ জন নারী ভোটার রয়েছেন।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, নির্বাচনে মেয়র পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান আতা প্রতিদ্বন্দীতা করছেন। 

এছাড়া নয়টি ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে ১৫ জন ও সাধারণ আসনে ৪৭ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //