পুঠিয়ার পৌর মেয়র বিএনপির আল মামুন

রাজশাহী পুঠিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী আল মামুন খাঁন ৭৬০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জয়নুল আবেদীন।

তিনি বলেন, নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী (ধানের শীর্ষ মার্কা) আল মামুন খান পাঁচ হাজার ৯২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা মার্কা) রবিউল ইসলাম রবি পেয়েছেন ৫ হাজার ১৬০ ভোট। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (নারিকেল গাছ মার্কা) গোলাম আজম নয়ন পেয়েছেন ১ হাজার ১৭৪ ভোট।

এদিকে পৌরসভার সকল ভোট কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এর মধ্যে নারী ভোটারদের সংখ্যা বেশি। করোনা ও তীব্র শীত উপেক্ষা করে কেন্দ্রে আগত সকল ভোটার স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।

উল্লেখ্য পুঠিয়া পৌরসভায় ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৩ জন। এখানে নয়টি ভোট কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। ভোটার উপস্থিতি ৭৩ দশমিক ৮৮ শতাংশ। এ নির্বাচনে (সাধারণ কাউন্সিলর) পদে বিজয়ী হয়েছেন পৌরসভার ১নং ওয়ার্ডে ইসমাইল হোসেন, ২নং কামাল হোসেন, ৩নং শাহ জালাল, ৪নং নিজাম উদ্দিন মুকুল, ৫নং মনিরুল ইসলাম, ৬নং শফিকুল ইসলাম, ৭নং জেবের মোল্লা, ৮নং জয়নাল আবেদীন, ৯নং মানিক মন্ডল নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিল হিসেবে ১নং ওয়ার্ডে রবেদা বেগম, ২নং আইরিন পারভিন, ৩নং রজুফা বেগম নির্বাচিত হয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //