দার্জিলিং কমলা চাষে সফল ঝিনাইদহের শামীম

সমতল ভূমিতে তেমন কোনো পরিচর্যা ছাড়াই দার্জিলিং কমলা চাষ করে সফল ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী স্বরুপপুর ইউনিয়নের কুসুমপুর গ্রামের শুকুর আলীর পুত্র শামীম।

ভারতের দার্জিলিং থেকে আনা এই কমলা যেমন দেখতে তেমন স্বাদে। এরইমধ্যে কিছু গাছের কমলা বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় আরো চার বিঘা জমিতে চাষ করছেন শামীম।

সুস্বাদু এই দার্জিলিং কমলার চাষ বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। স্বাদে অনন্য, পুষ্টিগুণে অসাধারণ, তাই কমলার কদর পাহাড় ও সমতল সবখানে। এই ফল এক সময় শতভাগ আমদানি নির্ভর থাকলেও এখন দেশেই চাষ করছেন অনেকেই। আর ঝিনাইদহে এমনই এক বাগান গড়ে তুলছেন মহেশপুরের চাষী শামীম।

এসএসসি পাস করার পরেই ২০০৮ সাল থেকে তিনি কুসুমপুর মাঠে রাস্তার পাশে নিজ জমিতে নার্সারি ব্যবসা শুরু করেন। দার্জিলিং থেকে তার চাচাতো ভাই উসমান গনির আনা কমলার ডাল দিয়ে কলম তৈরি করে তা থেকে ৪০টি চারা দিয়ে ২০১৭ সালে যাত্রা শুরু। ইতিমধ্যে ১৫টি গাছের কমলা বিক্রি করে ভালো টাকা পাওয়ায় কমলা চাষে আগ্রহী হয়ে আরো চার বিঘা জমিতে সাড়ে তিনশ কমলা ও ফাঁকে ফাঁকে পেয়ারা ও আম বাগান করেছেন শামীম।

তার নার্সারিতেও পাওয়া দার্জিলিং কমলার চারা। বিক্রি করছেন একশ থেকে দেড়শ টাকা করে। প্রতিদিনই বিভিন্ন অঞ্চলের মানুষ তা নিতে আসছে। কৃষি বিভাগের সহযোগিতা পেলে দার্জিলিং কমলা চাষে শতভাগ লাভবান হয়ে তা ছড়িয়ে দিতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলে বলে জানান শামীম।

এরই মধ্যে দার্জিলিং কমলার সুনাম ছড়িয়ে পড়েছে। হলুদ কমলার এমন সমারোহ ও শামীমের কমলার বাগান দেখতে ও চারা সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই।

শামীমের নার্সারি ও কমলা বাগানে এলাকার দিনমজুর লাল্টু, খোকন, বিশারতসহ অনেকেই কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। এতে যেমন বেকারত্ব দূর হয়েছে তেমনি কমলা চাষে দেশে ভিটামিন সি’র অভাব পুরণ করতে ভূমিকা রাখবে।

সমতলভূমিতে ও পাহাড়ি কমলা চাষের বিপুল সম্ভাবনা দেখছেন মহেশপুর উপজেলার কৃষি কর্মকর্তা হাসান আলী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //