যুক্তরাজ্যফেরত আরো ২৮ জন কোয়ারেন্টিনে

করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধে যুক্তরাজ্যফেরত আরো ২৮ জনকে সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিজি-২০২ বিমানের ফ্লাইট সকাল ৯টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

ওই ফ্লাইটে আসেন মোট ৩৪ জন যাত্রী। তাদের মধ্যে ২৮ জন সিলেটে নামেন ও ছয়যাত্রীর ঢাকায় নামার কথা রয়েছে।  

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বিমানের ফ্লাইটে ২৮ জন যাত্রী সিলেটে নেমেছেন। তাদের বিআরটিসি বাসে করে নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে গত সোমবার (৪ জানুয়ারি) যুক্তরাজ্যফেরত এক শিশুসহ ৪২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়।

সিলেট জেলা প্রশাসন সূত্র জানায়, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য শহরের আটটি হোটেল নির্ধারণ করে রাখা হয়। এরমধ্যে অভিজাত হোটেল রোজভিউ, স্টার প্যাসিফিক ছাড়াও মধ্যম সারির হোটেল নুরজাহান গ্র্যান্ড, হলি গেট, লা-রোজ, ব্রিটানিয়া, অনুরাগ ও হোটেল হলিসাইড রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //