বকেয়া বেতনের দাবিতে রণক্ষেত্র আদমজী ইপিজেড

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানার শ্রমিকরা চার মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। বিক্ষোভের সময় নারায়ণগঞ্জ-আদমজী সড়কের ইপিজেড এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আজ শনিবার (৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন।

শ্রমিকরা জানায়, সম্প্রতি আদমজী ইপিজেডের কুনতাং অ্যাপারেলস পোশাক কারখানাটি কর্তৃপক্ষ চার মাসের বেতন বকেয়া রেখে লে-অফ ঘোষণা করে। এ ছাড়াও উৎসব ভাতাসহ অন্যান্য পাওনা পান শ্রমিকরা।

সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, কুনতং অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও আনুষাঙ্গিক ভাতার দাবিতে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। তাদের রাস্তা ছেড়ে দিতে বললে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ প্রতিরোধ করলে সংঘর্ষ বাধে এবং ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। কারখানা কর্তৃপক্ষ আগামী ১৮ জানুয়ারি শ্রমিকদের বকেয়া বেতন দেবে বলে জানিয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //