নলডাঙ্গায় বিএনপির এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

নাটোরের নলডাঙ্গায় বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আব্বাস আলী নান্নু তার এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন।

আজ শনিবার (১৬ জানুয়ারি) সকালে পৌর নির্বাচন চলাকালে বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে বিএনপির মেয়র প্রার্থীর দুই এজেন্টকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকরা বের করে দেন বলে অভিযোগ করেন নান্নু।

মুঠোফোনে নান্নু অভিযোগ করে জানান, সকালে আমার এজেন্ট সাজুসহ দুই এজেন্টকে বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ে বের করে দেয়া হয়। এতে করে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির জানান, আমার বিজয় নিশ্চিত জেনে বিএনপি মনোনীত প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এ বিষয়ে বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আনসারী জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শীত উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন। 

নলডাঙ্গা নিবার্হী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আমার জানামতে এরকম কোনো ঘটনা ঘটেনি। কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। প্রশাসন সর্বক্ষণিক প্রতিটি কেন্দ্রে নজরদারি করছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //