সাজেকে মাইক্রোবাস খাদে পড়ে আহত ৮ পর্যটক

রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি মাইক্রোবাস খাদে পড়ে আট পর্যটক আহত হয়েছেন। 

আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাজেকের সিজোকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে খাগড়াছড়িতে আধুনিক হাসপাতালে পাঠানো হলেও তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাফিল আলম মজুমদার বলেন, সকালে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে রুইলুই থেকে দুই কিলোমিটার দূরে সিজোকছড়ায় এই দুর্ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে তাৎক্ষনিকভাবে সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে উদ্ধার চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।


এর আগে গত ১২ জানুয়ারি (মঙ্গলবার) রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় পাথরবোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে তিনজনের মৃত্যু হয়েছে। 

আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি। এই উপজেলায় অবস্থিত সাজেক ভ্যালির রুইলুই ও কংলাক পাহাড়ে মেঘ-পাহাড়ের মিতালী দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। কিন্তু সাজেকের পাহাড়ি আঁকাবাঁকা, উঁচুনিচু সড়কের কারণে বিভিন্ন সময়ে দুর্ঘটনায় পতিত হয় যানবাহন। 

সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ি সড়কে চলাচলের ক্ষেত্রে গাড়িচালকদের আরো সচেতনতা অবলম্বন প্রয়োজন। তা না হলে সড়কে বিশৃঙ্খলা বাড়বেই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //