বেলকুচিতে নৌকায় ভোট কেটে নেয়ার অভিযোগ

সিরাজগঞ্জ জেলার পাঁচটি নির্বাচনের মধ্যে বেলকুচি পৌরসভার নির্বাচনকে ঘিরে শুরু থেকেই উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল। এ পৌরসভায় সাবেক মৎস্য মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের স্ত্রী সাবেক মেয়র আসানুর বিশ্বাস নৌকা প্রতিকে নির্বাচন করছেন। নৌকার পাশাপাশি বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে পৌরসভার কামারপাড়া আলহাজ্ব লতিফা শাজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় নৌকা প্রতীকের প্রার্থীর মেয়ে রুমা বিশ্বাস এজেন্টের দায়িত্ব পালনকালে নৌকা প্রতীকের ব্যালটে নিজ হাতে সিল মারছেন।

এ নিয়ে স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতিকে সাজ্জাদুল হক রেজার নির্বাচনের প্রধান এজেট বেলকুচি উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম অভিযোগ করে বলেন, ভোটের শুরু থেকে এ কেন্দ্রে নৌকা সমর্থক ও এজেন্ট রুমা বিশ্বাস জোর করে নৌকা প্রতীকে ব্যলোট কেরে নিয়ে সিল দিচ্ছে।

তিনি আরো অভিযোগ করে বলেন, স্যাম কিশোর, আলহাজ সিদ্দিকী, ক্ষিদ্রমাটিয়া, কামার পাড়া, সেরনগর স্কুল কেন্দ্রসহ বেশ কয়টি কেন্দ্রে নৌকার প্রতীকের লোকেরা জোর করে ভোট কেটে নিচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের বেড় করে দিয়েছে।

এ বিষয়ে কামারপাড়া আলহাজ লতিফা শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রর পিজাইডিং অফিসার  আব্দুল কাদের বলেন, অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //