সিরাজগঞ্জে তিনটিতে আ.লীগ, একটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী

সিরাজগঞ্জের চার পৌরসভায় মেয়র পদে তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র (বিদ্রোহী আওয়ামী লীগ) প্রার্থী বিজয়ী হয়েছেন। গতকাল শনিবার (১৬ জানুয়ারি) রাতে ভোট গনণা শেষে রিটার্নিং কর্মকর্তারা বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন। 

এদের মধ্যে সিরাজগঞ্জ সদরে আওয়ামী লীগের সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উল্লাপাড়ায় আওয়ামী লীগের এস. এম নজরুল ইসলাম ও রায়গঞ্জে আওয়ামী লীগের আব্দুল্লাহ আল পাঠান দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। শুধুমাত্র বেলকুচিতে প্রথমবারের মতো আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদুল হক রেজা নির্বাচিত হয়েছেন।

রায়গঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো.কামরুজ্জামান জানান, এ পৌরসভায় বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লাহ আল পাঠান বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৮ হাজার ৯২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেলেন ৫৭৫ ভোট।

উল্লাপাড়ার সহকারি রিটার্নিং কর্মকর্তা মাসুদ রানা বলেন, উল্লাপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকে এস. এম নজরুল ইসলাম ২৪ হাজার ৫০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদ হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১১৩৩ ভোট।

বেলকুচির সহকারি রিটার্নিং কর্মকর্তা আশরাফুল হক জানান, বেলকুচি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হক রেজা নারিকেল গাছ প্রতীকে ১৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশানুর বিশ্বাস নৌকা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৮৪ ভোট। এছাড়াও ধানের শীষ প্রতিকে বিএনপি প্রার্থী হাজী আলতাফ হোসেন ৩ হাজার ৮৪০ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আজিজাল হক জানান, এ পৌরসভায় নৌকা প্রতীকে সৈয়দ আব্দুর রউফ মুক্তা ৬৮ হাজার ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে সাইদুর রহমান বাচ্চু পেয়েছেন ১০ হাজার ৬৮৯ ভোট।

কাজিপুর পৌরসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আব্দুল হান্নান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //