ভোলা প্রেস ক্লাব কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা

ভোলা প্রেস ক্লাবের অবৈধ কমিটির সকল কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এবং জবাব চেয়ে রুল জারি করেছেন আদালত।  

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোলা সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক নাছিম মাহামুদ এই আদেশ প্রদান করেন। একই সাথে মামলার বিবাদীগণকে বিভিন্ন পদে ঘোষণা করা কেন অবৈধ হবে না এবং নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশও প্রদান করা হয়েছে।

অত্র মামলার পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত বিরোধীয় নব নির্বাচিত কমিটি ভোলা প্রেস ক্লাবে কোনো অনুষ্ঠান না করে কিংবা কোনো কার্যক্রম গ্রহণ না করে বা সিদ্ধান্ত গ্রহণ না করে তার জন্য অন্তর্বর্তীকালীন স্থিতাবস্থা বজায় রাখারও নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য গত ১৯ জানুয়ারি তারিখে ভোলা প্রেস ক্লাবের নির্বাচন বাতিল, নতুন ভোটার তালিকা করে পুন:নির্বাচন, বর্তমান কমিটির কার্যক্রমকে অবৈধ ঘোষণা চেয়ে মামলা করেছেন সংক্ষুব্ধ ৬ জন সাংবাদিক। মামলা বিচারক মামলাটি গ্রহণ করে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য রেখে উল্লেখিত নির্দেশ প্রদান করেন।

মামলার আরজিতে বলা হয় ভোলা প্রেস ক্লাবের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি ভোলা প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন অনুষ্ঠান না করে নিজেদের মনগড়া কিছু বিধি-নিষেধ জারি করে অবৈধ নির্বাচনের আয়োজন করেন। নির্বাচনী তফসিল বিজ্ঞপ্তিতে চূড়ান্ত ভোটারগণ প্রার্থী হতে পারবেন উল্লেখ থাকলেও নির্বাচন পরিচালনা কমিটি তাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করার জন্য কোনো কারণ উল্লেখ না করেই ১৩জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।

এই মামলায় নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনসহ তিনজন এবং প্রেস ক্লাব কমিটির সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু সহ সর্বমোট ১৪ জনকে বিবাদী করা হয়।

বাদী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাছেত, অ্যাডভোকেট খাইরুল ইসলাম, অ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন, অ্যাডভোকেট ফয়সাল আহমেদ রাসেল, অ্যাডভোকেট কামাল উদ্দিন সুলতান প্রমুখ।

ভোলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী সামস-উল আলম মিঠু, সাধারণ সম্পাদক প্রার্থী মো. ওমর ফারুক, সাধারন সম্পাদক প্রার্থী আল আমিন শাহরিয়ার, যুগ্ম-সম্পাদকপ্রার্থী শিমুল চৌধুরী, দফতর সম্পাদক প্রার্থী মো. মিজানুর রহমানও অর্থ সম্পাদক প্রার্থী মো. ইউনুছ শরীফ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //