ভূঞাপুরে নির্বাচনে হামলা, নারীসহ আহত ১৫

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। 

আজ শনিবার (৩০ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে পৌরসভার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভূঞাপুর পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পানির বোতল প্রতীকের আনোয়ার হোসেনের সমর্থকরা জাল ভোট দেয়া শুরু করে। পরে বিষয়টি নিয়ে কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীকের জাহিদুল ইসলামের সমর্থকরা প্রতিবাদ করেন। 

এক পর্যায়ে জাহিদুলের এজেন্টসহ সমর্থকদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এসময় আনোয়ার গ্রুপের লোকজন জাহিদুলের সমর্থকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় জাহিদুলের পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 


এ ঘটনার পর ওই কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়। বিষয়টি নিয়ে কেন্দ্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

১নং ওয়ার্ডে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার শাহীনুল ইসলাম বলেন, দুই কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৩০-৩৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। এখন ভোটগ্রহণ চলছে।

তৃতীয় ধাপে আজ টাঙ্গাইলের পাঁচটি পৌরসভা টাঙ্গাইল, মধুপুর, ভূঞাপুর, মির্জাপুর ও সখিপুরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে- যা বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনে মেয়র পদে পাঁচটি পৌরসভায় ১৩ জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও দুইজন স্বতন্ত্র ও একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রয়েছেন। 

এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৫৪টি ওয়ার্ডে ২০৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭৬ জনপ্রার্থী  নির্বাচনে অংশ নিচ্ছেন। ২ লাখ ৩১ হাজার ৮৩৯ জন ভোটার ৯৩ টি ভোট কেন্দ্রে ৬৩৩ টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পাঁচজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৫৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ প্লাটুন বিজিবি ও ১০টি র‌্যাবের টহল টিমসহ কেন্দ্রে প্রয়োজনীয় সংক্ষক পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //