হেলালের মানবেতর জীবনযাপন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের অঙ্কনশিল্পী মো. হেলাল। তিনি ইন্টারমিডিয়েট শেষ করে গাজীপুরে ৫ বছর ধরে অঙ্কনশিল্পের কাজ শুরু করেছিলেন। করোনার কারণে তার ব্যবসা বন্ধ থাকায় এখন মানবেতনর জীবনযাপন করছেন। তিনি সরকারের কাছে সহযোগিতার আহ্বান জানান।

মো. হেলাল জানান, ইন্টারমিডিয়েট শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজেই অল্প কিছু পুঁজি নিয়ে গাজীপুরে অঙ্কনশিল্পের কাজ শুরু করি। মাসে প্রায় ১৫-২০ হাজার টাকা আয় করতাম; কিন্তু করোনার কারণে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়েছি। কেউ তো আমাদের সহযোগিতা করে না।

তিনি আরো বলেন, মানুষ আগের মতো আর রাস্তায় বের হয় না, আর সে জন্য কেনাবেচাও হয় না। করোনায় যে টাকা আয় হয়েছে নিজের খাবারের টাকাই জোগাড় করতে পারিনি। এদিকে আবার বাসা ভাড়া আর সংসার খরচ চালানো কঠিন হয়ে পড়ছে। সরকার যদি আমার মতো যারা আছেন তাদের দিকে সুদৃষ্টি দেন, তাহলে আমাদের জন্য ভালো হতো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //