বোরো ধান রোপণে মহোৎসব

দেশের উদ্বৃত্ত ধান উৎপাদনের জেলা নওগাঁর মাঠে মাঠে এখন বোরো ধান রোপণের মহোৎসব চলছে। জেলার ১১টি উপজেলার অবারিত ফসলের মাঠজুড়ে ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক।
 
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শামসুল ওয়াদুদ জানিয়েছেন যদিও চলতি বোরো মৌসুমে জেলায় বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬২৫ হেক্টর জমিতে। বিগত আমন মৌসুমে কৃষকরা ধানের নায্য মূল্য পাওয়ার ফলে বোরো মৌসুমে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

তিনি জানান, ২৬ জানুয়ারি পর্যন্ত ৮৫ হাজার ৬৮০ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে। চলতি মৌসুমে কৃষকরা হাইব্রিড এবং উন্নত ফলনশীল উফশী জাতের ধান রোপণ করছেন। হাইব্রিড জাতের মধ্যে সিনজেনটা-১২০৩ ও ছক্কা এবং উফশী জাতের মধ্যে কাটারী, ব্রি-ধান ২৮, ব্রি-ধান ২৯, ব্রি-ধান ৫০, ব্রি-ধান ৮১, জিরাশাইল ইত্যাদি ধান রোপণ করছেন জেলার কৃষকরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : নওগাঁ

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //