পটিয়ায় গুলিতে কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত

চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচন চলাকালে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আবদুল্লাহ মাবুদ নামে (৫০) একজন নিহত হয়েছেন।

তিনি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের বড় ভাই। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

এসময় কেন্দ্রের পাশে একটি দোকানে আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দারখীল এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, চতুর্থ ধাপে পটিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বেশিরভাগ ওয়ার্ডে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও, দক্ষিণ গোবিন্দারখীল ভোট কেন্দ্রে হামলার ঘটনা ঘটে। দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিলেও দুপুর নাগাদ তা গোলাগুলিতে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে আবুল কাসেম (২৫) ও আবদুল্লাহ (৫০) নামে দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আব্দুল্লাহর মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই কাউন্সিলর প্রার্থী মো. মান্নান ও সরোয়ার কামাল রাজিবকে তোদের হেফাজতে নিয়েছে।

অপরদিকে ১ নং ওয়ার্ডে ডালিম প্রতীকের প্রার্থী আবদুল খালেককে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিকুর রহমান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। কাউন্সিলর প্রার্থীকে অপহরণ করা হয়েছে নাকি তিনি আত্মগোপনে রয়েছেন জানি না, আমরা বিষয়গুলো মাথায় রেখে কাজ করছি।

পটিয়া পৌরসভার নয়টি ওয়ার্ডে ১৮টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার ৩৯ হাজার ৭৮৭ জন। এর মধ্যে নারী ১৮ হাজার ৮৬২ ও পুরুষ ভোটার ২০ হাজার ৯২৫ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //