রাঙ্গামাটিতে চোরচক্রের ৮ সদস্য আটক

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় নিজেদের ‘রবি কোম্পানির অপারেটর’ দাবি করে টাওয়ারের যন্ত্রাংশ চুরির দায়ে চোরচক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে শীলছড়ি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। বুধবার (৩ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটক চোরচক্রের সদস্যরা হলেন- কুমিল্লার মুরাদনগর এলাকার মো. শফিক (২৪) ও মো. সালাউদ্দীন (২৮), চট্টগ্রামের রাউজানের গহিরার মো. সালাউদ্দীন (২৮), নোয়াখালীর হাতিয়ার মো. রুবেল (২৬), ফেনীর ছাগলনাইয়ার মো. ইমরান (২১), বাঁশখালীর প্রেমবাজারের মো. ইউনুস (২৮), লোহাগড়ার এমএ তাহের (৩০) এবং কুমিল্লার মো. রাহাত আহম্মেদ (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, রবির স্টিকারযুক্ত পিকআপ ও মোটরসাইকেল নিয়ে শীলছড়ি এলাকায় প্রবেশ করে টাওয়ারের যন্ত্রাংশ চুরি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫টি আইপিএস ও তামার তার উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা রুজু হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //