কক্সবাজারে ট্রাকের চাপায় প্রাণ গেলো ২ জনের

কক্সবাজারের কলাতলীতে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি, টমটম ও পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও আরো অন্তত আটজন আহত হয়েছেন। 

গতকাল শনিবার (৬ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে শহরের ডলফিন মোড়ের হোটেল ওয়ার্ল্ড বিচ রির্সোটের সামনে এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ৪-৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন- কক্সবাজার শহরের কলাতলী এলাকার লাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম (৬০) ও ঢাকা উত্তরা এলাকার সাহাদত হোসেন (৪৫)। 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মরদেহগুলো। আহত হয়েছে অন্তত আটজন।

স্থানীয়দের সহায়তায় আহত ও নিহতদের উদ্ধারে কাজ করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার বাস টার্মিনাল থেকে কলাতলী ঢালুতে নামার সময় নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। এসময় ট্রাকটি দুইটি সিএনজি অটোরিক্সা, দুইটি টমটম ও পথচারীকে চাপা দেয়। এতে প্রায় ১০-১৫ জন ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান দুইজন।

আটজনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায় কক্সবাজার দমকল বাহিনীর সদস্যরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //