কে অপরাধী সেটিই বিবেচ্য : সুনামগঞ্জের এসপি

সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বলেছেন,‘পুলিশ জনগণের বন্ধু, কে ওই ঘটনা ঘটিয়েছে, কারা এর সঙ্গে জড়িত ছিল- দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আপনাদের জানিয়ে দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘শাল্লার নোয়াগাঁও গ্রামের সঙ্গে বিভিন্ন বিষয়ে শহীদুল ইসলাম স্বাধীন মিয়ার বিরোধ ছিল। পুলিশ ওই বিষয়ে তদন্ত করছে। কে কোন দলের তা আমাদের কাছে বিবেচ্য বিষয় না, কে অপরাধী সেটিই আমাদের কাছে বিবেচ্য। আমরা তদন্ত করছি এর বাইরে আমরা কিছু বলতে চাই না। তবে এই ঘটনায় কাউকে ছাড় নয়,কে দোষী কে নির্দোষ সেটা তদন্ত করলেই বেরিয়ে আসবে। এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারা জরিত, তাদের আইনের আওতায় আনা হবে।’

রবিবার (২১মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফিংয়ে এসব কথা বলেন পুলিশ সুপার মিজানুর রহমান।

পুলিশ সুপার বলেন, ‘ঘটনার দিন পুলিশ না থাকলে হতাহতের ঘটনা বেশি ঘটত। পুলিশ নোয়াগাঁও গ্রামের পশ্চিম দিকে অবস্থান করে আর হামলাকারীরা নদী পার হয়ে পূর্ব দিক দিয়ে উঠে কিছু বাড়ি-ঘরে হামলা চালায়। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছার পর আর কোনো কিছুই হয়নি। পুলিশ সব সময় সবার নিরাপত্তা নিয়োজিত আছে। ঘটনার শুরু থেকেই আমাদের পক্ষ থেকে সকল প্রকার পদক্ষেপ নেয়া হয়েছিল।’

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, সদর থানার ওসি শহিদুর রহমান প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //