গণহত্যা স্মরণে ১ মিনিট অন্ধকারে দেশ

২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করা হয়েছে। সরকারি আদেশের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে রাত ৯টায় মুহূর্তেই নিভে যায় বিভিন্ন স্থানের সব আলো। শাহবাগ এলাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায়ও এসময় নেভে বাতি। তবে মূল হিসেবে নিভেছিল স্বাধীনতা স্তম্ভের আলো। কিছুক্ষণের জন্য যেন ফুটে উঠেছিল ১৯৭১ সালের ভয়াবহ সেই রাতের চিত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, শহীদ মিনার অঞ্চলসহ রাজধানীর বিভিন্ন স্থানে এ সময় একইসঙ্গে ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। এ সময় অনেক জায়গায় ভয়াল সেই রাতকে আরও মূর্ত করে তুলতে মাইকে বাজানো হয় প্রচণ্ড গোলাগুলির শব্দ আর বিপদগ্রস্ত মানুষের আর্তনাদ।

এর আগে সরকারি এক বিজ্ঞপ্তিতে গণহত্যা দিবসে এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচি বাস্তবায়ন করতে বলা হয়। একইসঙ্গে ২৫ মার্চ রাতে সকল আলোকসজ্জা বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়।

জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে ২০১৭ সালে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেয় সরকার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //