শাল্লায় হামলার ঘটনায় আরো এক মামলা

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাটের ঘটনায় আদালতে ৭২ জনের বিরুদ্ধে আরো এক মামলা করেছেন নিভা রানী দাস। তিনি মামুনুল হককে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ঝুমন দাসের মা।

এ মামলায় ৭২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ২ হাজার জনকে আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয় বলে জানান আইনজীবী অ্যাডভোকেট দেবাংশ শেখর দাস। 

মামলার বরাতে আইনজীবী জানান, গত ১৬ মার্চ নিভা রানী দাসের ছেলে ঝুমন দাস আপনের ফেসবুক স্ট্যাটাসের জেরে দিরাই ও শাল্লার কয়েকটি গ্রামের মানুষ দারাইন বাজারে সশস্ত্র বিক্ষোভ করে। এ ঘটনায় গ্রামবাসী ঝুমনকে পুলিশে সোপর্দ করেন। পরদিন গ্রামগুলোর হাজারো সশস্ত্র মানুষ সংঘবদ্ধ হয়ে নোয়াগাঁও গ্রামে এসে হামলা লুটপাট করে। এসময় তারা ঝুমনের পুত্রবধূকে মারধর করে। মামলায় বাদী নাচনি, চন্ডিপুর, ধনপুর ও কাশিপুরসহ কয়েকটি গ্রামের ৭২ জনের নাম উল্লেখ করেছেন।

মামলার বাদী নিভা রানী দাস বলেন, গত ২৫ মার্চ এই মামলাটি আমি শাল্লা থানায় দায়ের করেছিলাম। কিন্তু পুলিশ মামলাটি না নেয়ায় আজ আদালতে দাখিল করেছি। 

মামলার আইনজীবী অ্যাডভোকেট দেবাংশ শেখর দাস বলেন, শাল্লা থানা পুলিশ মামলা না নেয়ায় আদালতে দাখিলের পর আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলা ডিবির ওসিকে তদন্তের ব্যবস্থা গ্রহণে নির্দেশ দিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //