সুন্দরবনে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

করোনা সংক্রমণ প্রতিরোধে সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বাগেরহাট জেলা প্রশাসন।

শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল শনিবার থেকে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনে দুই সপ্তাহের জন্য দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, হিরণ পয়েন্ট, হারবাড়িয়া, কটকা, কচি খালিসহ বনের বিভিন্ন স্পটে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

জেলে, মৌয়ালসহ বনজীবীদের লোকালয়ে ফিরিয়ে আনার জন্য বনবিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //