টাঙ্গাইলে মার্কেট খোলার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

টাঙ্গাইলে মার্কেট ও শপিংমল খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। বিক্ষোভে শহরের বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতাসহ সাধারণ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে শহরের সমবায় সুপার মার্কেটের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন।

বিক্ষোভকালে ব্যবসায়ী নেতারা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ব্যবসা ভালো যাচ্ছে না। ঈদ উপলক্ষে ইতিমধ্যে পোশাক সংগ্রহ করা হয়েছে। এই অবস্থায় লকডউনের কারণে দোকান খোলা রাখতে না পারলে আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 

এ সময় তারা আরো বলেন, দোকান খোলা রাখতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধিসহ যেকোনো নির্দেশনা মেনে চলবো।

পরে অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ও টাঙ্গাইল চেম্বার অব কর্মাসের সভাপতি খান আহমেদ শুভ উপস্থিত হয়ে ব্যবসায়ীদের বিক্ষোভ প্রদর্শন না করার অনুরোধ জানান ও যেকোনো দাবি থাকলে জেলাপ্রশাসকের সাথে আলোচনার করার পরামর্শ দেন। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //