নাটোরে তিন ডাকাত গ্রেফতার

নাটোর জেলা পুলিশের চৌকশ দলের চেষ্টায় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যলয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

গ্রেফতাররা হলেন- সিংড়া বিলদহর এলাকার ওয়াজেদ আলীর ছেলে রাব্বানী (২৩), সিংড়া বিলদহর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু (৩৫) ও নওগাঁ বদলগাছি গোবরচাপড়া এলাকার কামাল হোসেনের ছেলে আরিফ হোসেন(৩২)। 

পুলিশ সুপার জানান, গত ১৮ জানুয়ারি রাজশাহী দুর্গাপুর এলাকার পান ব্যবসায়ী আব্দুস সামাদের ছেলে আবুল কালাম আজাদ লিখিতভাবে জানান, তিনি তার ভাগনে সানোয়ার ও ভাতিজা শিমুল রানা, লিটনসহ একটি চার্জার অটোতে নাটোরের গোকুলনগর পানমোকামে ব্যবসার উদ্দেশে রওনা হন। ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে নাটোর সদর থানার আলাইপুর এলাকায় এলে তিন-চারজন তাদের থামিয়ে সানোয়ারকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। তার কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পুলিশ সুপার আরো জানান, সিংড়া বিলদহর এলাকার ওয়াজেদ আলীর ছেলে রাব্বানীকে সিরাজগঞ্জের তারাস থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে অপর আসামী মিন্টুকে নাটোর শহরের আলাইপুর ও আরিফকে গাজীপুরের চান্দুরা থেকে গ্রেফতার করা হয়।

আদালতে ১৬৪ ধারায় অপরাধের কথা স্বীকার করেছে বলেও জানান পুলিশ সুপার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //