নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০২:৩০ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২১, ০৩:০৯ পিএম
শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলামের নামে গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে গাছা থানা মামলা করেছে র্যাব।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) মামলার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম।
এর আগে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে রফিকুল ইসলাম নেত্রকোণা থেকে আটক করে র্যাব।
নেত্রকোণার পূর্বধলার লেডির কান্দার নিজ বাড়ি থেকে রফিকুলকে আটক করা হয় বলে বুধবার দুপুরে গণমাধ্যমকে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান।
নেত্রকোণা থেকে আটক করার পর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে র্যাব।
খর্বকায় ও শিশুতোষ কণ্ঠের অধিকারী হওয়ায় রফিকুল ইসলাম মাদানীকে অনেকে ‘শিশুবক্তা’ বলে মনে করলেও তিনি নিজে দাবি করেছেন, তিনি মোটেও শিশু নন। তার বয়স ২৬ বছর।
এর আগে গত ২৫ মার্চ মতিঝিল এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী মিছিল ও ভাঙচুরের সময় রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছিল রমনা থানার পুলিশ। সেখানেও তিনি মৌখিক আশ্বাস দিয়েছিলেন, আর এমন উসকানিমূলক বক্তব্য দেবেন না।
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh