শ্রীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে হামলা, আটক ২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাগরের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাটের অভিযোগ উঠেছে। 

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

এসময় আরিফ হোসেন (২৬) নামে এক যুবক আহত হয়েছেন এবং তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এছাড়া এ ঘটনায় চানু ওরফে আকাশ ও মহিউদ্দিন নামের দুই হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করেছে থানা পুলিশ।

সাগর জানান, কেয়টখালী গ্রামের ডাক্তার রোড নামে এক সড়কে কয়েকদিন আগে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যানের তোরণ নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রুপের মদ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তারই জের ধরে ওই গ্রামের জাকির ও তার ভাই মোয়াজ্জেম, রবিউল,  সালমান, টিপু, সুজন, ফারুক, শ্যামল, মঞ্জু, সবুজসহ ৫০/৬০ জনের একটি দল এ হামলা চালান। হামলা চালিয়ে তারা বাড়িতে ভাংচুর করে ও স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। 

এ বিষয়ে জাকির ও মোয়াজ্জেমদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে জানা যায় তারা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিস ইনর্চাজ ঘটনার সত্যতা স্বীকার করে পুর্ণাঙ্গ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //