নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণ, দগ্ধ ২

নারায়ণগঞ্জে একটি বহুতল ভবনে রান্না ঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দুই নৈশপ্রহরী দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- নৈশপ্রহরী উজ্জ্বল ও মানিক।

রবিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে চাষাঢ়ার প্রেসিডেন্ট রোডে জি এম গার্ডেন নামে একটি আবাসিক ভবনের আট তলায় এ ঘটনা ঘটে।

ওই ভবনের নৈশপ্রহরী মোহাম্মদ আলী বলেন, জি এম গার্ডেনের আট তলায় ছিলো কমিউনিটি সেন্টারের আদলে কয়েকটি কক্ষ। ভবনের কারও কোনো অনুষ্ঠান হলে সেখানে আয়োজন করা হতো। আট তলায় গ্যাস লাইনের সমস্যা ছিলো। এ জন্য মিস্ত্রি এসে সেটা মেরামত করে এক পর্যায়ে তারা নিচে নেমে যায়। 

তখন রান্না ঘরের দরজা জানালা বন্ধ ছিলো। এ কারণে ওই কক্ষে গ্যাস জমে থাকে। পরে দুই নৈশপ্রহরী সিগারেট হাতে ওই কক্ষে প্রবেশের সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুজনই দগ্ধ হন। তাদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //