মাটি বিক্রির দায়ে দুইজনকে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালি নদীর ভাঙনকবলিত মানকি চর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে দুই লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার (১৪ এপ্রিল) রাতে এ দণ্ড দেন।

দণ্ডিতরা হলেন- বরগুনা জেলার তালতলি উপজেলার বারই বাড়িয়া গ্রামের শাহাজাহান হাওলাদারের ছেলে হাবিবুর রহমান ও উপজেলার বড়পাড়া গ্রামের দলুপাটোয়ারির ছেলে মাহবুবুর রহমান। 

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মো. মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানকির চরে গিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে হাবিবকে আটক করে ৫০ হাজার টাকা ও মাহবুবুরকে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি বহনের কাজে ব্যবহৃত মাহবুবের পাঁচটি ও হাবিবের একটি ট্রলার জব্দ করা হয়েছে। 

এরা দীর্ঘদিন ধরে বিষখালি নদীর ভাঙনকবলিত মানকি চর থেকে মাটি নিয়ে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছিলো বলে জানান তিনি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //