শিক্ষার্থীকে ‘ধর্মান্তরিত করে বিয়ে’, শিক্ষক গ্রেফতার

হিন্দু সম্প্রদায়ের এক কলেজছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ এপ্রিল) খুলনা জেলার ডুমুরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীম আহমেদ শ্যামনগর উপজেলার নুরনগরের আলী আহসান গাজীর ছেলে।

জানা গেছে, গত ৩ এপ্রিল প্রধান শিক্ষক শামীম আহমেদ কলেজের এক নারী শিক্ষার্থীকে অপহরণ করেন। পরবর্তীতে ৭ এপ্রিল খুলনার এক নোটারি পাবলিকের কার্যালয়ে বসে ধর্মান্তরিত হওয়া ও বিয়ে সংক্রান্ত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ওইদিন রাতেই ভুক্তভোগীর বাবা শামীম আহমেদের বিরুদ্ধে শ্যামনগর থানায় অপহরণ ও ধর্মান্তরিত করার অভিযোগে মামলা দায়ের করেন।

এ মামলায় শুক্রবার (১৬ এপ্রিল) তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুলনার ডুমুরিয়া থেকে শামীম আহমেদকে গ্রেফতার ও কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

শুক্রবার দুপুরে শ্যামনগর থানায় সাংবাদিকদের বিফ্রিংকালে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //