লক্ষ্মীপুরে ৩ লাখ রেণুপোনা জব্দ

লক্ষ্মীপুরের রায়পুরে পিকআপ ভর্তি চিংড়ি রেণুপোনা জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। 

রবিবার (১৮ এপ্রিল) ভোররাতে উপজেলার উদমারার লাঠিয়াল বাজার এলাকায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা থেকে পিকআপ ভর্তি ১৭টি ব্যারেলে আনুমানিক ৭ লাখ টাকার প্রায় ৩ লাখ চিংড়ির রেণুপোণা জব্দ করা হয়। জেলা মৎস্য বিভাগের দাবি, জব্দকৃত পোণাগুলো ওই এলাকার শাহজাহান গাজীর।

পরে দুপুরে চিংড়ির রেণুগুলো সহকারী কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ডের উপস্থিতিতে সাজু মোল্লার ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এ সময়ে আটক এক ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারায় ৫ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।


রবিবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //